সর্বশেষ

সারাদেশ

নড়াইলে চেক প্রতারণার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৬:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চাকই বাজার এলাকার একটি মাছের আড়ৎ থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট (এনআই অ্যাক্ট) অনুযায়ী দায়ের করা দুটি চেক প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বলেন,

“চেক প্রত্যাখ্যান সংক্রান্ত এনআই অ্যাক্টের দুই মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিমায়েত হুসাইন ফারুককে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।”

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন