সর্বশেষ

জাতীয়

শাহ আমানত বিমানবন্দরে ফের চালু হচ্ছে ফ্লাই দুবাই ও সালাম এয়ার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আবারও ব্যস্ত হয়ে উঠছে আন্তর্জাতিক ফ্লাইটে।

সীমিত বোর্ডিং ব্রিজ ও কনভেয়ার বেল্টের মতো অবকাঠামোগত সংকট সত্ত্বেও যাত্রীসংখ্যা বাড়তে থাকায়, একসময় কার্যক্রম গুটিয়ে নেওয়া কিছু আন্তর্জাতিক বিমান সংস্থা আবারও ফ্লাইট চালু করছে।

সম্প্রতি ওমানভিত্তিক সালাম এয়ার চলতি মাসের ১৮ তারিখ থেকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। আরব আমিরাতের ফ্লাই দুবাইও আগামী ২৬ অক্টোবর থেকে তাদের ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে, শুরুতেই সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এছাড়া নর্দান চায়না-সহ কয়েকটি এয়ারলাইনের সঙ্গে আলোচনা চলছে।

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে যাত্রী স্বল্পতার কারণে সালাম এয়ার এবং একই বছরের ডিসেম্বরে ফ্লাই দুবাই চট্টগ্রাম রুট থেকে ফ্লাইট বন্ধ করে দেয়। তবে বছর না পেরোতেই যাত্রীবৃদ্ধির ইঙ্গিতে তারা আবার ফিরছে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বলেন, “সালাম এয়ার তাদের একটি ফ্লাইটের পাশাপাশি আরেকটি যুক্ত করেছে। ফ্লাই দুবাই ২৬ অক্টোবর থেকে আবার ফ্লাইট চালু করছে। চায়না ও মধ্যপ্রাচ্যভিত্তিক আরও কয়েকটি এয়ারলাইনের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, খুব শিগগির তারা রুটে আসবে।”

চলতি বছরের জুন পর্যন্ত বিমানবন্দরটি ৪ হাজার ৬১০টি আন্তর্জাতিক এবং ৬ হাজার ৬৯০টি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করেছে। এ সময়ে আন্তর্জাতিক রুটে ৩ লাখ ৯২ হাজার এবং অভ্যন্তরীণ রুটে ৩ লাখ ২৩ হাজার যাত্রী পরিবহন করা হয়েছে।

২৫ বছর আগে অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক রূপ পেলেও যাত্রীসেবার মান সে অনুপাতে বাড়েনি। বছরে ১৫ থেকে ১৭ লাখ যাত্রী পরিবহন করলেও বোর্ডিং ব্রিজ এবং কনভেয়ার বেল্ট রয়েছে মাত্র দুটি করে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।

তবে যাত্রীসেবার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার পদক্ষেপ কিছুটা আস্থা ফিরিয়েছে যাত্রীদের মাঝে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, “প্রথমবারের মতো একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন সংস্থার সমন্বয়ে যাত্রীসেবার মান উন্নত করা হয়েছে।”

তবে কিছু ব্যবহারকারী অভিযোগ করছেন, চট্টগ্রাম বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ প্রতিবেশী দেশের তুলনায় বেশি হওয়ায় বিদেশি এয়ারলাইনগুলোর আগ্রহ কমে যাচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্টদের কাছে চার্জ কমানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের সভাপতি আসিফ চৌধুরী বলেন, “সালাম এয়ার রুট বাড়াচ্ছে, ফ্লাই দুবাই ফিরছে, ওমান এয়ারও আসার সম্ভাবনায় রয়েছে। স্পাইস জেটও ফেরার পরিকল্পনায় আছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে আমাদের সক্ষমতা বাড়াতে হবে—বিশেষ করে বোর্ডিং ব্রিজ, কনভেয়ার বেল্ট এবং গ্রাউন্ড চার্জ হ্রাস করতে হবে।”

বর্তমানে শাহ আমানত বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালিত হচ্ছে সৌদি আরবের জেদ্দা ও মদিনা, আরব আমিরাতের আবুধাবি, শারজাহ, দুবাই এবং ওমানের মাসকাট রুটে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন