সর্বশেষ

সারাদেশ

বান্দরবানের যুবলীগ নেতা মো: আকবর হোসেনের অকাল মৃত্যু

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ৬:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের পৌর যুবলীগের সভাপতি মো: আকবর হোসেন ভোরে (২৭ সেপ্টেম্বর) ঢাকা পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

দীর্ঘদিন ধরে যুবলীগের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আকবর হোসেনের মৃত্যু স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের বীজ বপন করেছে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

আকবর হোসেন ছিলেন সাবেক বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বান্দরবান পৌর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সাল থেকে তিনি যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তরুণদের রাজনীতির মূলধারায় সম্পৃক্ত করা এবং সমাজসেবামূলক কার্যক্রমে সক্রিয় থাকা তার অন্যতম লক্ষ ছিল।

স্থানীয়রা তাঁকে একজন নিষ্ঠাবান, পরিশ্রমী ও সর্বদল গ্রহণযোগ্য নেতা হিসেবে স্মরণ করেন। তার মৃত্যুতে বান্দরবানের তরুণ সমাজ একটি বড় ধাক্কা পেয়েছে বলে মন্তব্য করেন রাজনৈতিক ও সামাজিক নেতারা।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন