সর্বশেষ

খেলা

নিয়মরক্ষার ম্যাচে ভারত-শ্রীলঙ্কা, ব্যাটিং অর্ডার নিয়ে রহস্যে ভারত

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। সুপার ফোরে টানা দুই জয়ে অপরাজিত রোহিত শর্মার দল ইতোমধ্যেই নিশ্চিত করেছে শিরোপা লড়াই।

অন্যদিকে দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। ফলে দুই দলের মধ্যকার আজকের ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে শুধুই নিয়মরক্ষার লড়াই।

তবে ম্যাচ ঘিরে ভারতীয় সমর্থকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে দলটির ব্যাটিং অর্ডার। টুর্নামেন্টের আগের দুই ম্যাচেই দেখা গেছে ভিন্ন ভিন্ন কম্বিনেশন ও পরিকল্পনা।

ওমানের বিপক্ষে তিন নম্বরে পাঠানো হয়েছিল সাঞ্জু স্যামসনকে, যেখানে নিয়মিত ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ব্যাটিংয়ের সুযোগই পাননি। এরপরের ম্যাচেও ছয় উইকেট হারানো সত্ত্বেও স্যামসনের নাম দেখা যায়নি স্কোরকার্ডে। এতে করে ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বিশেষ করে দলের হেড কোচ গৌতম গম্ভীর ও মিডল অর্ডারের অভিজ্ঞ সূর্যকুমার যাদব ঠিক কী পরিকল্পনা করছেন, তা বোঝা কঠিন হয়ে পড়েছে ক্রিকেট বিশ্লেষকদের জন্যও।

অন্যদিকে শ্রীলঙ্কার জন্য এশিয়া কাপ ছিল হতাশার নামান্তর। সুপার ফোরে দুই ম্যাচেই টস হেরে সুবিধাজনক পজিশনে যেতে পারেনি লঙ্কানরা। ব্যাটিং ব্যর্থতায় জয়ের মতো সংগ্রহও গড়তে পারেনি তারা। আজকের ম্যাচে ভারতকে হারাতে হলে শুধু টস নয়, খেলায়ও নিজেদের সেরা পারফরম্যান্সটাই দিতে হবে দাসুন শানাকার দলকে।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন