সর্বশেষ

জাতীয়

যতদিন দায়িত্বে আছি, সারের দাম বাড়বে না, স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারের দাম নিয়ে কৃষকদের আশ্বস্ত করে কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, "আমি যতদিন দায়িত্বে আছি, সারের দাম বাড়বে না।"

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের গত এক বছরের অর্জন ও অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, সার ব্যবস্থাপনা নিয়ে একটি নতুন নীতিমালা প্রস্তুত হয়েছে, যা এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, “এই নীতিমালাটি জাতীয় কমিটিতে উপস্থাপন করা হবে। কমিটির প্রধান শিল্প উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি ফিরলেই আগামী সপ্তাহে মিটিং ডেকে অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

নতুন নীতিমালায় সারের ডিলার ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনার কথা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে বিস্তারিত কিছু উল্লেখ না করে তিনি বলেন, পরিবর্তনগুলো সুষ্ঠু বিতরণ এবং পাচার রোধে কার্যকর ভূমিকা রাখবে।

সারের দাম নিয়ে তিনি বলেন, “সারের দাম বাড়ানো হয়নি। তবে মাঝেমধ্যে পাচার হয়, সেটা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

পেট্রোবাংলা সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব দিয়েছে—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “গ্যাসের দাম বাড়লেও সারের দাম বাড়বে না। অন্তত আমি দায়িত্বে থাকাকালীন এমনটি হবে না।”

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন