কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: ডা. জাহিদ

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ‘ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ডি-ফ্যাব) আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, “তারেক রহমান শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সব মানুষের নেতা। ইনশাআল্লাহ, কয়েক সপ্তাহের মধ্যেই তিনি দেশে ফিরবেন এবং নির্বাচনী প্রক্রিয়াসহ আন্দোলনের নেতৃত্ব দেবেন।”
মনোনয়ন নিয়ে সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, “বিএনপির মনোনয়ন প্রক্রিয়া এখনও চলমান এবং আনুষ্ঠানিক কোনো ‘গ্রিন সিগন্যাল’ বা ‘রেড সিগন্যাল’ কাউকে দেওয়া হয়নি। মনোনয়ন হবে জনপ্রিয়তা ও মাঠ পর্যায়ের জরিপের ভিত্তিতে।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের অধিকার আদায়ে বরাবরই সোচ্চার। অতীতেও স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম, এখনও আছি। জনগণ জানে কারা প্রকৃত স্বৈরাচারের দোসর।”
আওয়ামী লীগ প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “এই দল জনগণের ভালোবাসার রাজনীতিতে নয়, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী। তারা দেশকে নিজের সম্পত্তি মনে করে পরিচালনা করতে চায়।”
শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “অন্যায় যতই করুন না কেন, বিচার একদিন হবেই। মাঠে নেমে জনগণের মুখোমুখি হোন—তখন বুঝবেন, আপনাদের কীভাবে প্রত্যাখ্যান করতে হয়, সেটা মানুষ জানে।”
১২৯ বার পড়া হয়েছে