পূজায় ৬ দিন বন্ধ বেনাপোল বন্দর, ইলিশ রপ্তানি ও যাত্রী চলাচল স্বাভাবিক

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ৫ দিন এবং পরে শুক্রবারসহ টানা ৬ দিন দেশের অন্যতম ব্যস্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এই সময় পণ্য খালাস, কাস্টমস কার্যক্রম এবং পাসপোর্টধারী যাত্রীর চলাচল স্বাভাবিক থাকবে। বিশেষ ব্যবস্থায় ইলিশ মাছ রপ্তানিও অব্যাহত থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় পক্ষ—পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টরা দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরপর ৩ অক্টোবর বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত ছয় দিন বাণিজ্য বন্ধ থাকবে।
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, ৪ অক্টোবর (শনিবার) সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালু হবে। তবে ইলিশ মাছ রপ্তানি বিশেষ ব্যবস্থায় অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন বলেন, “আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দর এলাকায় লোড-আনলোড কার্যক্রম ও কাস্টমস অফিসের কাজ চালু থাকবে। ভারতীয় খালি ট্রাকগুলো পণ্য আনলোড করে দেশে ফিরে যেতে পারবে।”
এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী জানান, “এ সময়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে, যেকোনো ধরনের বাধা ছাড়াই।”
উল্লেখ্য, বেনাপোল বন্দরের মাধ্যমে প্রতিদিন গড়ে ৩০০-৩৫০টি ভারতীয় ট্রাকে পণ্য আমদানি এবং প্রায় ১০০টি ট্রাকে রফতানি হয়ে থাকে। দেশের মোট আমদানি পণ্যের প্রায় ৯০ ভাগই এই বন্দর দিয়ে আসে। ফলে টানা ছয় দিনের বাণিজ্য বন্ধে শিল্প-কারখানার কাঁচামালসহ বিভিন্ন ভোগ্যপণ্যের সরবরাহে সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
১২৬ বার পড়া হয়েছে