সর্বশেষ

সারাদেশ

হাকিমপুর সীমান্তে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৬:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় ১০ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আটককৃতদের মধ্যে রয়েছেন চারজন শিশু, চারজন নারী ও দুইজন পুরুষ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে তাদেরকে বিজিবির (বাংলাদেশ বর্ডার গার্ড) কাছে হস্তান্তর করা হয়।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে। ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে বিএসএফ তাদের আটক করে। পরে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে এক পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী আটককৃতদের ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে।


আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন:

মো. নেয়ামত আলী (৫১) ও তার স্ত্রী পাপিয়া বেগম (৪৬),
শীলা আক্তার সরবানু (২৪), তার সন্তান হাবিব মোল্লা (৯) ও লাবিবা মোল্লা (৪ মাস),
আব্দুল মোছা (৩৬), তার স্ত্রী আফরোজ মোল্লা (৩৫) ও কন্যা রুকাইয়া (৫),
মোছা. মোসলেমা খাতুন (২১) ও তার শিশু কন্যা আনাবিয়া (১)।
জানা গেছে, মোসলেমা খাতুনের স্বামী একজন ভারতীয় নাগরিক, যার নাম আশরাফ মিয়া।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বিজিবি আটককৃতদের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে হস্তান্তর করেছে। যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন