সর্বশেষ

খেলা

প্রথমার্ধে দুর্দান্ত লড়াই করেও হেরে গেল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১২:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
এশিয়ান ফুটসাল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের অভিষেক টুর্নামেন্টে জয়শূন্য থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশকে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথমার্ধে দারুণ লড়াই করলেও দ্বিতীয়ার্ধে ছন্দ হারিয়ে বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজরা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে ৮-২ গোলের হার নিয়ে টুর্নামেন্ট শেষ করে দলটি।

প্রথমার্ধের ১১ মিনিটে আমিরাত এগিয়ে গেলেও এক মিনিট পরেই সমতায় ফেরে বাংলাদেশ। দলের পক্ষে গোলটি করেন মোস্তফা চৌধুরী। তবে এরপরই প্রতিপক্ষের খেলোয়াড় আলী ইব্রাহিম মোহাম্মদ লাল কার্ড দেখে দুই মিনিটের জন্য মাঠ ছাড়লে বাংলাদেশ সংখ্যাগত সুবিধা পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়।

প্রথমার্ধ শেষে স্কোরলাইন ছিল ১-১। কিন্তু দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে যায় পুরোপুরি। একের পর এক আক্রমণে বাংলাদেশ রক্ষণকে দিশেহারা করে তোলে আমিরাত। দ্বিতীয়ার্ধে তারা আরও সাতটি গোল করে ম্যাচ শেষ করে ৮-২ ব্যবধানে। বাংলাদেশর হয়ে দ্বিতীয় গোলটিও আসে মোস্তফা চৌধুরীর পা থেকে, যা কেবল ব্যবধানই কমাতে পেরেছে।

এই হারের মধ্য দিয়ে গ্রুপ পর্বে কোনো ম্যাচে জয় না পেয়েই বিদায় নেয় নবাগত বাংলাদেশ।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন