সর্বশেষ

শিক্ষা

রাবিতে ৭ দিনের জন্য শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৮:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক লাঞ্ছনার ঘটনায় চলমান শাটডাউন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে অফিসার সমিতি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে অফিসার সমিতির সভাপতি মো. মোক্তার হোসেন এবং কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ১১টায় অফিসার সমিতির কার্যালয়ে কর্মকর্তা, সহায়ক, সাধারণ ও পরিবহন সমিতির প্রতিনিধিদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এর আগে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমিতির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে সমিতির উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাসের প্রেক্ষিতে, দুপুর ১টা থেকে শাটডাউন কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী ৭ কর্মদিবসের মধ্যে যদি দাবিসমূহ বাস্তবায়ন না হয়, তাহলে পরে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

এ বিষয়ে অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন,

“আমাদের দাবিগুলো নিয়ে প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা সময় চেয়ে আশ্বাস দিয়েছে। তাই আপাতত আমরা কর্মসূচি স্থগিত করেছি। তবে ৭ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি নিতে আমরা প্রস্তুত।”

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন