সর্বশেষ

ভিন্নরকম

অনলাইনে ভিডিও দেখেই রকেট বানালো চীনের যুবক !

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৬:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চীনের হান প্রদেশের প্রত্যন্ত একটি গ্রামে বেড়ে ওঠা ১৮ বছর বয়সী ঝ্যাং শিজিয়ে এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। অনলাইন ভিডিও দেখে দেখে নিজে নিজেই রকেট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।

সস্তা উপকরণ ও সীমিত সম্পদ ব্যবহার করেই তিনি সফলভাবে ৪০০ মিটার উঁচুতে রকেট উৎক্ষেপণ করেছেন।

মাত্র ১৪ বছর বয়সে বাবার সঙ্গে একটি রকেট উৎক্ষেপণের লাইভ টেলিকাস্ট দেখে মহাকাশ ও রকেটবিজ্ঞানের প্রতি আগ্রহ জন্মে ঝ্যাংয়ের। তখন থেকেই শুরু হয় তাঁর স্বশিক্ষার যাত্রা। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই ইউটিউব ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে ‘ডু ইট ইয়োরসেলফ’ ভিডিও দেখে রকেট তৈরির চেষ্টা শুরু করেন তিনি।

শুরুতে পরিবারের শূকর খামার থেকে নাইট্রেট, রান্নাঘরের চিনি ও পানি মিশিয়ে জ্বালানি তৈরির চেষ্টা করেন ঝ্যাং। কিন্তু তা যথেষ্ট বিশুদ্ধ না হওয়ায় স্কুলে শেখা ফিলট্রেশন পদ্ধতি প্রয়োগ করে নিজেই বিশুদ্ধ জ্বালানি তৈরি করেন।

একাধিকবার ব্যর্থতার পরও হাল না ছেড়ে শতাধিকবার চেষ্টা চালিয়ে যান ঝ্যাং। তিনি পিভিসি পাইপ, সিমেন্ট, পুরোনো ল্যাপটপ এবং থ্রি–ডি প্রিন্টার ব্যবহার করে নিজ হাতে রকেট ইঞ্জিন ও যন্ত্রাংশ তৈরি করেন। শেষমেশ চার ধরনের ইঞ্জিন, একাধিক একক ধাপের এবং একটি দুই ধাপের রকেট তৈরি করতে সক্ষম হন।

২০২৩ সালের জুনে নিজের জন্মদিনে প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণের আয়োজন করেন তিনি। প্রথম দিন বৃষ্টির কারণে ব্যর্থ হলেও পরদিন সফলভাবে উৎক্ষেপণ করেন তাঁর তৈরি রকেট।

ঝ্যাংয়ের এই উদ্ভাবনী প্রচেষ্টায় পাশে ছিল তাঁর স্কুল ও পরিবার। স্কুল থেকে প্রায় ৩,৫০০ ইউয়ান (৫০০ ডলার) অর্থ সহায়তা এবং গবেষণার জন্য একটি আলাদা কক্ষ দেওয়া হয়। শিক্ষক লং বলেন, “শখ একজন ব্যক্তির সেরা শিক্ষক, আর ঝ্যাং তার উজ্জ্বল প্রমাণ।”

সম্প্রতি ঝ্যাং ভর্তি হয়েছেন শেনইয়াং অ্যারোস্পেস ইউনিভার্সিটির অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগে—যা চীনের অন্যতম শীর্ষ মহাকাশ গবেষণা বিশ্ববিদ্যালয়।

নিজের স্বপ্ন সম্পর্কে জানতে চাইলে ঝ্যাং বলেন, “একদিন আমি একটি সত্যিকারের রকেট ডিজাইন করতে চাই।”

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
ভিন্নরকম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন