কলকাতায় রাতভর ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা, অন্তত ৭ জনের মৃত্যু

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কলকাতায় মঙ্গলবার রাতভর অবিরাম ভারি বৃষ্টির কারণে শহরের বিভিন্ন জায়গায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এই ঘটনায় অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজি নগর, গড়িয়ারহাট, ইকবালপুর, বেহালা ও হরিদেবপুর এলাকায় পৃথক পৃথক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। তাদের মধ্যে তিনজন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন।
জলাবদ্ধতার প্রভাবে কলকাতার গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। পাশাপাশি, শহরের আন্তঃনগর ট্রেন ও মেট্রো পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। নিম্নাঞ্চলগুলোতে বৃষ্টির পানি বাড়িঘরে ঢুকে ব্যাপক ক্ষতি সাধন করেছে। বৃষ্টি ও পানিতে দুর্ভোগের কারণে কয়েকটি স্কুল ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর পাঁচটা পর্যন্ত শহরের গড়িয়া কামডহরি এলাকায় ৩৩২ মিলিমিটার, যোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে ২৮০ মিলিমিটার, তপসিয়ায় ২৭৫ মিলিমিটার এবং বালিগঞ্জে ২৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মিউনিসিপ্যাল কর্পোরেশনের বরাত দিয়ে আনন্দবাজার ডটকম জানিয়েছে, সামগ্রিকভাবে রাত থেকে ভোর পর্যন্ত কলকাতায় গড়ে ৩৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসারে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে এই ভারি বৃষ্টিপাত হচ্ছে। আগামীদিনেও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
দুর্গাপূজার আগে এই অস্বাভাবিক ভারি বৃষ্টি কলকাতাবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে। শহরের নিম্নাঞ্চলগুলো পানিতে প্লাবিত হওয়ায় যানজটসহ জনজীবন প্রায় স্তব্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার সকালেও বৃষ্টি অব্যাহত ছিল। যদিও বৃষ্টি কিছুটা কমলেও আবারো ভারি বৃষ্টির আশঙ্কায় কর্তৃপক্ষ ও সাধারণ মানুষ উদ্বিগ্ন।
কর্তৃপক্ষ জানাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে।
এদিকে, কলকাতা বিমানবন্দরেও বৃষ্টির কারণে টার্মিনালে জলাবদ্ধতার সমস্যা দেখা দিয়েছে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো সতর্ক করেছে, বৃষ্টির ফলে তাদের ফ্লাইটগুলোতে বিলম্বের সম্ভাবনা রয়েছে।
১৩৮ বার পড়া হয়েছে