সর্বশেষ

জাতীয়

ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন চলছে : প্রধান উপদেষ্টা ইউনূস

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করছে বলে তিনি জানিয়েছেন।

সোমবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত ও ভারতের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই আশ্বাস দেন।

বৈঠকে সার্জিও গোর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

দ্বিপক্ষীয় আলোচনায় বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ভ্রান্ত তথ্য প্রচারসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের জন্য মার্কিন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। জবাবে মার্কিন প্রতিনিধি রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

সার্ক প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, প্রায় এক দশকের বেশি সময় ধরে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়নি। বর্তমান সরকার এ সংস্থাকে পুনরুজ্জীবিত করতে সক্রিয় ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে বাংলাদেশের সংযুক্তি উন্নয়নের গতি বাড়াতে পারে। এ লক্ষ্যেই বাংলাদেশ আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে।

নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন অধ্যাপক ইউনূস।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন