সর্বশেষ

জাতীয়

মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ছে, বাড়ছে ট্রেনের ফ্রিকোয়েন্সিও

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা মেট্রোরেল পরিচালনায় আসছে নতুন সময়সূচি। যাত্রীচাহিদা বাড়ায় ট্রেন চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে এই নতুন সময়সূচি চালু হচ্ছে।

নতুন সূচিতে পরিবর্তন যা থাকছে:

উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৬টা ৪০ মিনিটে (আগে ৭টা ১০ মিনিটে)
শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে (আগে ৯টা)
মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় (আগে ৭টা ৩০ মিনিটে)
শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে (আগে ৯টা ৪০ মিনিটে)
এর পাশাপাশি, ব্যস্ত সময়ে (পিক আওয়ারে) ট্রেনের ফ্রিকোয়েন্সি আরও বাড়ানো হচ্ছে। বর্তমানে ছয় মিনিট পরপর ট্রেন চললেও নতুন ব্যবস্থায় ৪ মিনিট ১৫ সেকেন্ড পরপর ট্রেন ছাড়বে।

ডিএমটিসিএল জানিয়েছে, পরীক্ষামূলক চলাকালেও বাড়তি সময়ে চলা ট্রেনগুলোতে যাত্রী পরিবহন করা হবে, অর্থাৎ কোনো ট্রেন খালি চালানো হবে না। কর্তৃপক্ষের আশা, নতুন সময়সূচি পুরোপুরি কার্যকর হলে মেট্রোরেলের সক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত হবে।

বর্তমানে প্রতিদিন মেট্রোরেলে গড়ে ৪ লাখ ২০ হাজার যাত্রী চলাচল করে। চলতি বছরের ৬ আগস্ট একদিনে সর্বোচ্চ ৪ লাখ ৫৬ হাজার ৭৪৬ জন যাত্রী পরিবহন করা হয়। নতুন সময়সূচি চালু হলে দৈনিক যাত্রীর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন