সর্বশেষ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার রাষ্ট্রপ্রধান শারাআ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রেসিডেন্ট হিসেবে এটি তার প্রথম যুক্তরাষ্ট্র সফর এবং ১৯৬৭ সালের পর এই প্রথম কোনো সিরীয় নেতা জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন।

গত ডিসেম্বরে বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে আহমেদ আল-শারাআ নেতৃত্বে আসেন। সাবেক এই জিহাদি নেতা দীর্ঘদিনের গৃহযুদ্ধের পর নতুন সিরিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্ষমতায় আসার পর থেকেই তার কূটনৈতিক তৎপরতায় এসেছে দৃশ্যমান পরিবর্তন।

এরই মধ্যে তিনি রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন এবং মার্কিন সিনেটর, পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ও আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের সঙ্গে আলোচনায় ব্যস্ত রয়েছেন।

নতুন সরকার আন্তর্জাতিক পরিসরে সংখ্যালঘুদের সুরক্ষা, ইসরায়েলের সঙ্গে চলমান আলোচনা এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে।

সরকার আশা করছে, চলতি বছরের মধ্যেই ইসরায়েলের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও সামরিক চুক্তি সম্পাদিত হবে। সম্প্রতি প্রেসিডেন্ট শারাআ জানান, ইসরায়েলের সঙ্গে যে নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা চলছে, তাতে দখল করা কিছু এলাকা ফেরত দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন