শিক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদের কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন।
ডাকসুর নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক মোশারফ

স্টাফ রিপোর্টার
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদের কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন।
রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাঁকে এ পদে নিয়োগ দেন। বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদের স্বাক্ষরিত নিয়োগপত্রে।
নিয়োগপত্রে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্রের ৬(এ) অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাপক ড. মোশারফ হোসেনকে ২০২৫ সালের ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ। গঠনতন্ত্র অনুযায়ী, ডাকসুর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর