নড়াইলে মহালয়া ঘিরে ভক্তিমূলক আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনা

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে ধর্মীয় শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মহালয়া উদযাপন করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে নড়াইল সর্বজনীন কালী মন্দিরে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়া হলো পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা। এই দিন থেকেই শুরু হয় দেবী দুর্গার আগমনের প্রতীক্ষা। মহালয়া, বোধন ও সন্ধিপূজা—এই তিনটি ধাপ মিলেই দুর্গাপূজার পূর্ণতা পায়। সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত হয় দুর্গোৎসবের মূল আয়োজন, যার সূচনা ঘটে মহালয়ার মধ্য দিয়ে।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন পূজা ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুকেশ সাহা আনন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্ন, জেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ, সদস্যসচিব স্বপন কুমার ঘোষ, অনিল কুমার বিশ্বাস, কৃষ্ণপদ ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে ধর্মীয় গ্রন্থ পাঠ, সাংস্কৃতিক সংগঠন গ্রেভ শিল্পী গোষ্ঠী ও সুর দরিয়া-এর পরিবেশনায় সংগীত ও নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
১১৭ বার পড়া হয়েছে