ইতালির পর্যটন মেলায় ইসরায়েলের অংশগ্রহণ বাতিল

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান হামলা ও মানবাধিকার লঙ্ঘনের জেরে ইতালির একটি আন্তর্জাতিক পর্যটন মেলায় ইসরায়েলকে নিষিদ্ধ করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, ইতালির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে—উত্তর ইতালির রিমিনি শহরে আয়োজিত টিটিজি ট্রাভেল এক্সপেরিয়েন্স নামের আন্তর্জাতিক পর্যটন মেলায় ইসরায়েলের অংশগ্রহণ বাতিল করা হয়।
স্থানীয় প্রশাসনের স্পষ্ট অবস্থান
রিমিনির মেয়র জামিল সাদেঘোলভাদ ও এমিলিয়া-রোমানিয়া অঞ্চলের প্রধান মিশেল দে পাসকাল যৌথ এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার আহ্বান জানান মেলার আয়োজক প্রতিষ্ঠান ইতালিয়ান এক্সিবিশন গ্রুপকে (IEG)।
বিবৃতিতে তারা বলেন,
"আমরা মনে করি, যুদ্ধ, সন্ত্রাস ও মৃত্যুর কেন্দ্রস্থল কোনো দেশকে ছুটির গন্তব্য হিসেবে উপস্থাপন করা নৈতিকভাবে অগ্রহণযোগ্য।"
তাদের মতে, ইসরায়েলের উপস্থিতি এই মেলায় ‘অসমতা ও অশালীনতার প্রতীক’ হয়ে দাঁড়াবে।
গাজায় বোমাবর্ষণ ও মানবিক বিপর্যয়
ইসরায়েলের বিমান হামলায় কাঁপছে গাজা। টানা গোলাবর্ষণ ও বোমা বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে উপত্যকার একের পর এক এলাকা।
শনিবার (২০ সেপ্টেম্বর) একদিনেই গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯১ জন ফিলিস্তিনি।
বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, গত দুই বছরে ইসরায়েলি হামলায় ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু সংখ্যক নারী ও শিশু।
১১৩ বার পড়া হয়েছে