৩ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সরকার দেশের তিনটি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলো হলো চট্টগ্রাম, নওগাঁ ও নরসিংদী।
রোববার (২১ সেপ্টেস্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির অনুমোদনে উপসচিব আমিনুল ইসলাম এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নওগাঁর বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিজ মনিরা হককে নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের উপরোক্ত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি হওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
১১০ বার পড়া হয়েছে