গাজায় শিশু ও নারীসহ আরও ৯১ ফিলিস্তিনি নিহত

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ৬:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান ও স্থল অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন গাজার প্রধান চিকিৎসা কেন্দ্র আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়ার পরিবারের সদস্যরাও।
এছাড়াও, উত্তর গাজা থেকে পালিয়ে আসা একটি ট্রাকে থাকা চারজনের মৃত্যু হয়েছে। খবর প্রকাশ করেছে আল জাজিরা।
শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে গাজা সিটি দখলের উদ্দেশ্যে ইসরায়েলি বাহিনী ব্যাপক অভিযান শুরু করে। স্থানীয়দের জোর করে দক্ষিণ দিকে সরিয়ে নেওয়ার পাশাপাশি, আবাসিক ভবন, স্কুল, আশ্রয়কেন্দ্র ও বাস্তুচ্যুতদের পরিবহনে ব্যবহৃত যানবাহনে টার্গেট করে হামলা চালানো হয়। এতে বিপুল প্রাণহানি ঘটে।
একটি হামলায় আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. আবু সালমিয়ার পারিবারিক বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়, যাতে তার ভাই, ভাবি ও তাদের সন্তানরা নিহত হন।
ডা. আবু সালমিয়া হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্ব পালনকালে বলেন,
"আমি আমার ভাই এবং ভাবির মরদেহ দেখে বাকরুদ্ধ। এখন কিছুই অসম্ভব নয়। যেকোনো মুহূর্তে আপনার প্রিয়জনের মরদেহ গ্রহণ করতে হতে পারে।"
হামাস এই হামলার কড়া নিন্দা জানিয়ে বলেছে, এটি চিকিৎসকদের গাজা ছাড়তে বাধ্য করার জন্য ইসরায়েলের "রক্তাক্ত সন্ত্রাসী বার্তা"।
১০৯ বার পড়া হয়েছে