সর্বশেষ

জাতীয়

খিলগাঁও-তেজগাঁওয়ে অভিযানে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর খিলগাঁও ও তেজগাঁও এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন:

মো. আবির হোসেন (১৯), ছাত্রলীগ কর্মী, বাউফল, পটুয়াখালী
আকিদুল ইসলাম সানজিদ (২০), কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী
তাহমিদুল হাসান (২৬), সাধারণ সম্পাদক, মতিঝিল থানা ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ
মো. মাসুদুর রহমান ওরফে আরিফুল ইসলাম ওরফে আকাশ (২৮), সেক্রেটারি, মতিঝিল থানা ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ
মো. আনোয়ার হোসেন বাবু (৪৮), সদস্য, খিলগাঁও থানা সৈনিক লীগ
পুলিশ জানায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শুক্রবার দুপুরে কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনের সামনে আওয়ামী লীগের স্লোগানসহ ব্যানার নিয়ে একটি ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কিছু নেতাকর্মী। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় আবির হোসেন ও আকিদুল ইসলামকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, খিলগাঁও থানার সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে প্রভাতীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাহমিদুল হাসান ও আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে আরও একটি অভিযানে খিলগাঁও থানা রোড এলাকা থেকে সৈনিক লীগের সদস্য আনোয়ার হোসেন বাবুকেও আটক করা হয়।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন