বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি, দাম ও বাজার পরিস্থিতি

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ থেকে ইলিশ মাছের প্রথম চালান বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভারতের বাজারে পৌঁছেছে। কলকাতার বিভিন্ন বাজারে এ মাছ আসার সঙ্গে সঙ্গে দুপুরের মধ্যেই তা পুরোপুরি বিক্রি হয়ে গেছে।
যদিও প্রথম দিনে ইলিশের দাম অপেক্ষাকৃত বেশি হওয়ায় অনেক ক্রেতাই ইচ্ছা থাকা সত্ত্বেও মাছ কিনতে পারেননি। তবে ক্রেতারা আশা করছেন, পরবর্তী চালানগুলো আসার সঙ্গে দাম কিছুটা কমে যাবে এবং তা বাংলাদেশেও যে মূল্যের তুলনায় কম হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানা যায়, কলকাতার মানিকতলা ও লেক মার্কেটের মতো জনপ্রিয় বাজারগুলোতে এক কেজির মতো ইলিশ মাছের দাম প্রতি কেজি ২০০০ রুপি ধার্য করা হয়েছে। বড় আকারের ইলিশ, যার ওজন ১.৫ কেজির উপরে, সেটি প্রতি কেজি ২৫০০ রুপি বিক্রি হচ্ছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই সুস্বাদু ইলিশের জন্য ক্রেতারা আগ্রহ দেখিয়ে দ্রুত মাছগুলো কিনে ফেলছেন।
কসবা এলাকার এক মাছ ব্যবসায়ী অতুল দাস জানান, কিছু ক্রেতা যেকোন মূল্যে ইলিশ কিনতে আগ্রহী ছিলেন, তবে অনেকের কাছে এক কেজি মাছের দাম একটু বেশি মনে হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরবরাহ বাড়লে শুক্রবার থেকে দাম কমে যাবে এবং বাজারে মাছের প্রাপ্যতা বৃদ্ধি পাবে।
পাইকারি বাজারে সরবরাহ সীমিত হওয়ার কারণে প্রাথমিক পর্যায়ে মাছের ঘাটতি লক্ষ্য করা গেছে। হাওড়ার পাইকারি ডিপো বাংলাদেশের ইলিশ আমদানি প্রবেশপথ হিসেবে পরিচিত। এখানে এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ ১৫০০ থেকে ১৮০০ রুপির মধ্যে বিক্রি হয়েছে। বৃহস্পতিবার নিলামে বড় আকারের মাছের দাম উঠেছে ২০০০ রুপিতে।
বিশ্বকর্মা পূজার কারণে বুধবার মাছ সরবরাহে কিছু বাধা দেখা দেয়। বৃহস্পতিবারও অনেক বাজার বন্ধ থাকায় পরিবহন ও শ্রমিক সংকট তৈরি হয়। গড়িয়াহাটের মাছের দোকানগুলোও বন্ধ ছিল, তবুও ক্রেতারা বাংলাদেশের ইলিশের সন্ধানে বাজারে হাজির হয়েছিলেন। বাজারের এক ক্রেতা সন্দীপ আইচ বলেন, লেক মার্কেটে মাছের সরবরাহ পর্যাপ্ত ছিল না এবং দাম প্রত্যাশার তুলনায় বেশি ছিল। তিনি আরও বলেন, পদ্মার ইলিশ যত বড়, স্বাদ তত বেশি মনোরম হয়।
শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১ হাজার ১৯২ কেজি ইলিশ মাছ ভারতের ত্রিপুরা রাজ্যে রপ্তানি করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর দুপুরে দুটি পিকআপে করে মাছগুলো আগরতলা স্থলবন্দরে পৌঁছায়। এর আগেও, ১৬ সেপ্টেম্বর রাতে বেনাপোল বন্দরের মাধ্যমে ৬টি প্রতিষ্ঠান ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করেছে।
সরকারি অনুমতিপ্রাপ্ত ৩৭ জন রপ্তানিকারক শারদীয় উৎসব উপলক্ষে মোট ১২০০ টন ইলিশ ভারতে রপ্তানি করার সুযোগ পেয়েছেন। প্রতি কেজি ইলিশ রপ্তানির মূল্য নির্ধারিত হয়েছে ১২.৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫২৫ টাকা। ব্যবসায়ীরা মনে করছেন, ইলিশ রপ্তানি ভারতের সঙ্গে দুই দেশের সৌহার্দ্য বাড়াবে। তবে সাধারণ ক্রেতারা উদ্বিগ্ন যে রপ্তানির ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে মাছের দাম বাড়তে পারে।
১২১ বার পড়া হয়েছে