পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা চালু

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক কমান্ডার মো. শোয়েব খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় প্রবাসী বাংলাদেশি নাগরিক, হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হাইকমিশন জানায়, ইসলামাবাদে ই-পাসপোর্ট কার্যক্রম চালুর মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সহজ ও কার্যকর হবে। এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি যুগান্তকারী সেবা হিসেবেও বিবেচিত হচ্ছে।
১২১ বার পড়া হয়েছে