সর্বশেষ

জাতীয়

জুলাই আন্দোলনের বিরোধীরা আর ফিরবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “যারা জুলাই আন্দোলন ও তার স্মারক গ্রাফিতির বিরোধিতা করে, তারা আর কখনো ফিরে আসবে না।”

শনিবার (২০ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে অঙ্কিত গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের ত্যাগ কখনোই বৃথা যাবে না। এই গ্রাফিতি আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকবে।” তিনি আরও যোগ করেন, “নির্বাচনের পর যেই সরকারই আসুক না কেন, এই গ্রাফিতি থাকবে—এটা নিয়ে কোনো সন্দেহ রাখার অবকাশ নেই।”

উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন:
রেলপথ সচিব ফাহামিদুল ইসলাম, সেতু বিভাগের সচিব মমতাজ বেগম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন, ও যুগ্ম সচিব মো. ভিখারুদ্দৌলা চৌধুরী প্রমুখ।

গ্রাফিতিগুলোতে জুলাই আন্দোলনের শহীদ ও বীর যোদ্ধাদের ত্যাগ চিত্রিত করা হয়েছে। এতে স্থান পেয়েছেন রিকশাচালক মোহাম্মদ সুজন, নারী শিক্ষার্থীদের সাহসিকতা, শহীদ আবু সাঈদ (রংপুর) ও শহীদ গোলাম নাফিজসহ আরও অনেকে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন