নড়াইলে জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন পার্ব্বতী বিদ্যাপীঠ

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উৎসবমুখর পরিবেশে নড়াইলে অনুষ্ঠিত হলো দৈনিক সমকাল-বিএফএফ জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৫।
যুক্তির মঞ্চে চূড়ান্ত বিজয় ছিনিয়ে নিয়েছে পার্ব্বতী বিদ্যাপীঠ, গোবরা।
রানার্সআপ হয়েছে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা উৎসব বিশ্বাস।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।
জেলার সেরা ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এ বিতর্ক উৎসবে অংশ নেয়। এদের মধ্যে ছিল—
নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (গতবারের চ্যাম্পিয়ন),
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় (গতবারের রানার্সআপ),
তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়,
মুলিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং
নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয়।
দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রস্তাবের পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন ও খণ্ডনের মাধ্যমে মঞ্চে গড়ে তোলেন জ্ঞান ও ভাবনার এক প্রাণবন্ত পরিবেশ।
পুরস্কার বিতরণ ও অতিথিদের বক্তব্য
উৎসব শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে ক্রেস্ট, সনদ ও টিশার্ট তুলে দেন প্রধান অতিথি প্রফেসর ড. মো. রবিউল ইসলাম, অধ্যক্ষ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ।
বিতর্কের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের শিক্ষক প্রফেসর ড. কালিদাস বিশ্বাস।
বিচারক হিসেবে ছিলেন সহযোগী অধ্যাপক কেয়া রেণু রায়, সহকারী অধ্যাপক গোলক চন্দ্র বিশ্বাস এবং তরফদার সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহৃদ সমাবেশ নড়াইল জেলা শাখার সভাপতি প্রশান্ত বিশ্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক চয়ন কুণ্ডু।
১২৭ বার পড়া হয়েছে