দৌলতপুরে আলাদা বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কিশোরসহ দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রিফাতপুর ও প্রাগপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রিফাতপুর ইউনিয়নের শীতলাই পাড়া গ্রামের পলাশ মণ্ডলের ছেলে সাইফ হোসেন (১৪) এবং প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মাঠপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে জামাত আলী (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সাইফ হোসেন পারিবারিক ফসলের জমিতে কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, জামাত আলী প্রাগপুরের বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তুহিন জানান, সাইফ হোসেন ঘটনাস্থলেই মারা যান এবং জামাত আলী হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, “এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
১৫০ বার পড়া হয়েছে