সর্বশেষ

খেলা

‘নাগিন ডার্বি’ দিয়ে সুপার ফোর মিশন শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অংকের জটিল সমীকরণে টিকে থাকা বাংলাদেশ এবার মাঠে নামছে এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর পর্বে। ভাগ্য এবং শ্রীলঙ্কার দয়ায় গ্রুপ পর্ব পার করা টাইগারদের প্রথম প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কাই।

আজ (শনিবার) রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দলের মধ্যকার উত্তাপপূর্ণ দ্বৈরথকে অনেকেই মজার ছলে ডাকেন ‘নাগিন ডার্বি’ নামে। তবে মাঠের লড়াই যে কোনোভাবেই মজার নয়, বরং সুপার ফোরে টিকে থাকার জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচ।

গ্রুপ পর্বে এখনো পর্যন্ত অপরাজিত শ্রীলঙ্কা। তিন ম্যাচে তিন জয়—এর মধ্যে বাংলাদেশকেও হারিয়েছে তারা। অন্যদিকে, আফগানিস্তানের বিপক্ষে নাটকীয় ব্যবধানে জয় পেয়ে শ্রীলঙ্কা বাংলাদেশকে এনে দেয় পরের রাউন্ডের টিকিট।

ফলে নিজেদের ভাগ্যগণনা আর প্রতিপক্ষের সহায়তায় উঠে এলেও এবার মাঠেই প্রমাণ দিতে হবে বাংলাদেশের।

শ্রীলঙ্কা এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে। আফগানিস্তানের বিপক্ষে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস দেখিয়েছেন দারুণ ব্যাটিং দৃঢ়তা। ফলে লঙ্কান ব্যাটিং লাইনআপ নিয়ে সতর্ক থাকতেই হবে লাল-সবুজ শিবিরকে।

তবে পরিসংখ্যান বলে, গত সাত বছরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স একপেশে নয়। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বেশ কয়েকবার। সেই আত্মবিশ্বাস থাকলে আজও জয়ের সম্ভাবনা রয়েছে টাইগারদের।

তবে তা সম্ভব হবে টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর। একই সঙ্গে মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, জাকের আলী এবং শামীম হোসেনদেরও দিতে হবে কার্যকর অবদান। বোলিংয়ে নজর থাকবে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদের দিকে।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।


শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, দুশমন্থ চামিরা, নুয়ান থুশারা।


ম্যাচের সময়: আজ রাত ৮টা। 
স্থান: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। 

 

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন