বিএসএফের কাছে আটক ৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আটকে রাখা আট বাংলাদেশিকে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীমান্তের শূন্যরেখায় দুই দেশের বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর সম্পন্ন হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের পক্ষে ছিলেন আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের পক্ষে ছিলেন বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেম। বৈঠক শেষে আট বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি তাঁদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরিচয় শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন:
হারুন (৩০) – পিতা মনি বিশ্বাস, গ্রাম নাকসা, কয়রা, খুলনা
জেবা সাবিহা বিনতে করিম (২২) – স্বামী সামসুল আলম, গ্রাম ঢামোর, ফুলবাড়ি, ময়মনসিংহ
জান্নাত বেগম (৩৫) – স্বামী মো. সুজন, গ্রাম সুতারপাড়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জ
নীপা (৩৯) – স্বামী আব্দুল আলিম, গ্রাম ভুইগড়, নারায়ণগঞ্জ সদর
ইকরামুল বিশ্বাস (২৪) ও স্ত্রী রহিমা খাতুন (২৪) – পিতা আজিজুল বিশ্বাস, গ্রাম পাইকপাড়া, অভয়নগর, যশোর
রূপা রানী (২৮) – স্বামী সবুজ মন্ডল, গ্রাম বুড়িয়া, আশাশুনি, সাতক্ষীরা
অনাদী রঞ্জন পরামানিক (৪২) – পিতা রবীন্দ্র নাথ পরামানিক, গ্রাম মহিষকুড়, আশাশুনি, সাতক্ষীরা
কারণ ও গ্রেফতারের প্রেক্ষাপট:
আটক হওয়া একজন জানান, তাঁরা বিনা পাসপোর্টে ভারতে গিয়েছিলেন কাজের সন্ধানে, এবং দীর্ঘদিন সেখানে অবস্থান করছিলেন। তবে সম্প্রতি পরিস্থিতি অনুকূলে না থাকায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। ফেরার সময় বুধবার রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর সীমান্তে তাঁদের আটক করে বিএসএফ।
পুলিশ ও প্রশাসনের বক্তব্য:
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুল হক বলেন,
“বুধবার রাত ১০টার দিকে ভারতের উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফ আটজন বাংলাদেশিকে আটক করে। পরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
১১৩ বার পড়া হয়েছে