মাদকের বিনিময়ে বাংলাদেশ থেকে খাদ্যপণ্য পাচারকারী ১০ আটক

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সাগর এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশ থেকে খাদ্যপণ্য পাচারকারী ১০ সদস্যকে আটক করেছে।
আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের কাছে এক বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড সদস্যরা তাদের গ্রেফতার করেন।
অভিযানে জানা গেছে, একটি চক্র বাংলাদেশ থেকে বিভিন্ন খাদ্যপণ্য মিয়ানমারে পাচারের মাধ্যমে ইয়াবা ও মদসহ মাদকদ্রব্য আনার পরিকল্পনা করছিল। কোস্টগার্ডের তল্লাশিতে ৩৭ লাখ ৭০ হাজার টাকার মূল্যমানের প্রায় ১০ হাজার কেজি ডাল, ১ লাখ ৫০ হাজার পিস মশার কয়েল, ২৫০০ কেজি রসুন, ১০০০ কেজি টেস্টিং সল্ট, ১০ হাজার পিস রয়েল টাইগার এনার্জি ড্রিঙ্কস এবং আড়াই হাজার কেজি পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যপণ্য জব্দ হয়।
কোস্টগার্ড জানায়, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করবে বলেও তারা জানিয়েছে।
১১০ বার পড়া হয়েছে