সর্বশেষ

জাতীয়

রোববার থেকে বৃষ্টির প্রবণতা : আবহাওয়া অধিদপ্তর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৬:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টিপাত চললেও আগামী রোববার (২১ সেপ্টেম্বর) থেকে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, বর্তমানে মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা কমে এসেছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিহীন এলাকাগুলোতে তাপমাত্রা বেড়ে গরম বেশি অনুভূত হচ্ছে। শুক্রবার খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে প্রায় কোনো বৃষ্টি হয়নি। ঢাকা বিভাগে হালকা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রোববার ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণেরও পূর্বাভাস রয়েছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জাগো নিউজকে জানান, "চলতি সপ্তাহের শেষ দিকে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। এছাড়া রোববার ও সোমবার ঢাকার বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে।"

আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন