সারাদেশ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলী গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব বিরোধের জেরে দুই ভাই নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৬:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলী গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উথুলী গ্রামের মাঝের পাড়ার বাসিন্দা মৃত খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার হোসেন (৫৫) ও হামজা হোসেন (৪৫)।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার পর হামজা হোসেনকে মৃত ঘোষণা করা হয়। অপর ভাই আনোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, প্রতিবেশীদের সঙ্গে গরু কেনাবেচা নিয়ে নিহতদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জের ধরেই শনিবার সকালে উথুলী গ্রামের এক মাঠে তাদের কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর