বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি 'ভুয়া' দাবি টিউলিপ সিদ্দিকের

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ব্রিটিশ লেবার পার্টির এমপি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে ‘জাল’ জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট ব্যবহার করছে।
বৃহস্পতিবার (স্থানীয় সময়) ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত এক প্রতিবেদনে টিউলিপের মুখপাত্র দাবি করেন, বাংলাদেশের কর্তৃপক্ষ উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা নথি তৈরি করে টিউলিপকে দুর্নীতির সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে।
এর আগে, বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো এবং ব্রিটিশ পত্রিকা দ্য টাইমস যৌথ অনুসন্ধানে দাবি করে, টিউলিপ সিদ্দিকের নামে একটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং পাসপোর্ট রয়েছে। অনুসন্ধান অনুযায়ী, ২০০১ সালে তিনি ১৯ বছর বয়সে একটি বাংলাদেশি পাসপোর্ট পান এবং ২০১১ সালে জাতীয় পরিচয়পত্রও ইস্যু করা হয়। এমনকি ২০১১ সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে তিনি একটি পাসপোর্ট নবায়নের আবেদন করেছিলেন বলেও তথ্য উঠে আসে।
তবে টিউলিপ সিদ্দিক ও তার ঘনিষ্ঠরা এসব নথির সত্যতা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এগুলোতে একাধিক অসঙ্গতি রয়েছে। উদাহরণ হিসেবে, জাতীয় পরিচয়পত্রে যেই ঠিকানা ব্যবহার করা হয়েছে, সেটি শেখ হাসিনার সরকারি বাসভবনের ঠিকানা — অথচ টিউলিপ কখনোই সেখানে বসবাস করেননি বলে দাবি করেন তারা।
টিউলিপ সিদ্দিক স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কেবল শৈশবে একটি বাংলাদেশি পাসপোর্ট ধারণ করেছিলেন, সেটিই ছিল তার একমাত্র বৈধ নথি। এরপর আর কোনো সময় বাংলাদেশি পাসপোর্ট বা এনআইডির জন্য আবেদন করেননি।
এ প্রসঙ্গে এখনো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
১২২ বার পড়া হয়েছে