সর্বশেষ

আন্তর্জাতিক

ধনীদের জন্য ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প, ফি ১ লাখ ডলার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৫:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশে ‘গোল্ড কার্ড’ নামে একটি বিশেষ ভিসা প্রোগ্রামের ঘোষণা দিয়েছেন।

এই কর্মসূচির আওতায় উচ্চ আর্থিক সক্ষমতাসম্পন্ন বিদেশিরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।

নতুন এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে এমন ব্যক্তি ও বিনিয়োগকারীকে আকৃষ্ট করার লক্ষ্য রাখা হয়েছে, যারা দেশটির অর্থনীতিতে অবদান রাখবেন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন। আবেদনকারীদেরকে মার্কিন ট্রেজারিতে সরাসরি ১০ লাখ ডলার জমা দিতে হবে। কোনো করপোরেশন যদি কর্মীকে স্পনসর করে, সেক্ষেত্রেও একই অঙ্কের অর্থ প্রদান করতে হবে।

মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, “এই প্রোগ্রামটি পুরনো গ্রিন কার্ড প্রক্রিয়ার পরিবর্তে সম্পদ ও সম্ভাবনাভিত্তিক একটি মডেল। আগে বছরে প্রায় ২.৮ লাখ অভিবাসী যুক্তরাষ্ট্রে আসতেন, যাদের গড় আয় ছিল কম এবং সরকারি সহায়তার ওপর নির্ভরশীলতা বেশি। এখন আমরা সর্বোচ্চ মানের ব্যক্তিদের নিয়ে আসতে চাই।”

প্রস্তাবিত ‘গোল্ড কার্ড’ ভিসার জন্য অতিরিক্ত $১৫,০০০ ফি দিয়ে কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বসবাস শুরু করলে, আবেদনকারীদের তাদের বৈশ্বিক আয়ের ওপর মার্কিন কর দিতে হবে—যা অনেক ধনী বিদেশির আগ্রহ কমাতে পারে বলে মনে করা হচ্ছে।

এর পাশাপাশি ট্রাম্প প্রশাসন ‘ট্রাম্প প্ল্যাটিনাম কার্ড’ নামে আরও একটি ভিসা প্রস্তাব করেছে, যার জন্য $৫০ লাখ ডলার বিনিয়োগের প্রয়োজন হবে। এতে ২৭০ দিন যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি মিলবে এবং এই সময় বিদেশি আয়ের ওপর কোনো মার্কিন কর প্রযোজ্য হবে না। তবে এই প্রোগ্রাম চালুর জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

এছাড়া, এইচ-১বি ভিসার আবেদন ফি বাড়িয়ে $১,০০,০০০ নির্ধারণ করা হয়েছে। প্রশাসনের দাবি, এই সিদ্ধান্ত বড় প্রযুক্তি সংস্থাগুলোকে বিদেশি কর্মী আনার পরিবর্তে দেশীয় কর্মীদের প্রশিক্ষণে উৎসাহিত করবে।

নতুন নীতিমালার ফলে যুক্তরাষ্ট্রের অভিবাসনব্যবস্থা মূলত ‘যোগ্যতাভিত্তিক’ থেকে ‘সম্পদভিত্তিক’ মডেলে রূপ নিচ্ছে। সমালোচকরা এটিকে মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের প্রতি বৈষম্যমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন। ডেমোক্র্যাটিক দলের সাবেক কর্মকর্তা ডগ র‍্যান্ড একে “হাস্যকরভাবে বেআইনি” বলে আখ্যা দিয়েছেন।

তবে হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইল স্কার্ফ বলছেন, “এই উদ্যোগ অবৈধ অভিবাসন প্রতিরোধের পাশাপাশি সেইসব ব্যক্তিদের জন্য পথ খুলে দেবে, যারা সত্যিকারেরভাবে আমেরিকায় অবদান রাখতে চান।”

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন