ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল পর্তুগাল

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৫:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় দেশ পর্তুগাল।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে ফিলিস্তিনি জনগণের অধিকার এবং আত্মনিয়ন্ত্রণকে সম্মান জানিয়ে এই স্বীকৃতি দেওয়া হচ্ছে। পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে ফিলিস্তিনকে এই অনানুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি জানানো হবে।
সরকারি সিদ্ধান্তটি চূড়ান্ত করার আগে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ও সংসদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন তিনি।
এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী দেশগুলোও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গাজায় চলমান মানবিক সংকট ও সহিংসতার মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
১৩৪ বার পড়া হয়েছে