দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দুইজন নিহত, আহত ১১

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৪:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দুজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
সরকারি তথ্য অনুযায়ী, তিবনিন শহরের একটি সরকারি হাসপাতালের বাইরে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হন। এছাড়া আনসার এলাকায় আরেকটি গাড়িতে হামলার ঘটনায় আরও একজন নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা এ হামলায় হিজবুল্লাহর দুই শীর্ষ সদস্যকে লক্ষ্যবস্তু করেছে। নিহতদের মধ্যে একজন হচ্ছেন হিজবুল্লাহ কমান্ডার আম্মার হায়েল কুতাইবানি। যদিও এ হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়েছে তা স্পষ্ট করেনি তারা। সেনাবাহিনীর দাবি অনুযায়ী, তিবনিনে হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের এক সদস্যকে হত্যা এবং নাকুরা শহরে হিজবুল্লাহর একটি নজরদারি নৌযান ধ্বংস করা হয়েছে।
এর একদিন আগেই ইসরায়েল দক্ষিণ লেবাননের পাঁচটি শহরে বিমান হামলা চালায় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেয়। ইসরায়েলি বাহিনীর মতে, এসব হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর অস্ত্রাগার।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এসব হামলার কড়া সমালোচনা করে বলেন, "যারা যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করেছে তাদের নীরবতা আজকের আগ্রাসনকে উৎসাহ দিচ্ছে। এখনই সময় এই সার্বভৌমত্ব লঙ্ঘনের অবসান ঘটানোর।"
এদিকে, দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (UNIFIL) সতর্ক করে জানিয়েছে, এ ধরনের হামলা নভেম্বর থেকে গড়ে ওঠা নাজুক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তারা ইসরায়েলকে সব ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়ে লেবাননের ভূখণ্ড থেকে সম্পূর্ণভাবে সরে যাওয়ার দাবি জানিয়েছে।
লেবাননের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েল এ পর্যন্ত প্রায় ৪,৫০০ বার হামলা চালিয়েছে।
১০৫ বার পড়া হয়েছে