সুদানের দারফুরে মসজিদে ড্রোন হামলায় নিহত ৭৮, আহত বহু

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে ভয়াবহ ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭৮ জন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ফজরের নামাজ চলাকালে এল-ফাশের শহরের একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় অনুযায়ী, নামাজরত অবস্থায়ই ড্রোন হামলার শিকার হন মুসল্লিরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় মসজিদটি নামাজরত মুসল্লিতে পূর্ণ ছিল। হতাহতদের বেশিরভাগ ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অন্তত ২০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার তৎপরতা।
হামলার জন্য দায়ী করা হচ্ছে সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)-কে। তবে এখনো পর্যন্ত গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, সুদানের দারফুর অঞ্চলে গত দুই বছরের বেশি সময় ধরে সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে সংঘাত চলছে। এল-ফাশের শহরটি সেনাবাহিনীর শেষ গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চলছে তীব্র লড়াই।
১০৭ বার পড়া হয়েছে