সরকারি আবাসন বরাদ্দে দুর্নীতি: তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ৮:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সরকারি আবাসন বরাদ্দে অনিয়ম, ঘুষ বাণিজ্য ও সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতির অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয় এবং পরিদপ্তর পৃথকভাবে প্রজ্ঞাপন ও আদেশ জারি করে তাদের বরখাস্তের ঘোষণা দেয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— সহকারী পরিচালক বিলাল হোসাইন, উপপরিচালক রাশেদ আহাম্মেদ সাদী এবং সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম।
প্রজ্ঞাপনে জানানো হয়, বিলাল হোসাইন গ্রেড ও বেসিক বেতনের ভিত্তি অনুসরণ না করে বিভিন্ন শ্রেণির বাসা বরাদ্দে সুপারিশ করেছেন। পাশাপাশি, বাসা বরাদ্দের ক্ষেত্রে আবেদনকারীদের কাছ থেকে ঘুষ দাবি এবং বরাদ্দ সংক্রান্ত সভায় দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন এবং স্পর্শকাতর হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি চাকরিতে বহাল থাকলে তদন্তে প্রভাব ফেলতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে উপপরিচালক রাশেদ আহাম্মেদ সাদীর বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ উপায়ে বিপুল অর্থ ও স্থাবর সম্পত্তি অর্জনের অভিযোগ উঠেছে। তার ক্ষেত্রেও বাসা বরাদ্দে অনিয়ম, ঘুষ গ্রহণ এবং সুপারিশে স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। তদন্ত চলমান অবস্থায় তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলামের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঘুষ আদায়ের অভিযোগ এসেছে। তিনি বিভিন্ন আবেদনকারীদের কাছ থেকে টাকা দাবি করে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
তিন কর্মকর্তার বিরুদ্ধেই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২(১) ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। বরখাস্ত অবস্থায় তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। আদেশগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
১০৮ বার পড়া হয়েছে