সর্বশেষ

আন্তর্জাতিক

এই সপ্তাহেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
চলতি সপ্তাহের শেষ দিকে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ সাময়িকী দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির সরকার শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর করবে।

টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি বৃহস্পতিবার ওয়াশিংটনের উদ্দেশে লন্ডন ছাড়বেন। ট্রাম্প বিদায় নেওয়ার পরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে পত্রিকাটি।

দ্বিরাষ্ট্র সমাধানে স্পষ্ট অবস্থান যুক্তরাজ্যের
দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান জানিয়ে আসছে যুক্তরাজ্য। গত জুলাইয়ে প্রধানমন্ত্রী কেইর স্টারমার স্পষ্টভাবে বলেন, ইসরায়েল যদি গাজায় বর্বরতা বন্ধ না করে, তাহলে যুক্তরাজ্য প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নিতে বাধ্য হবে। তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও তখন বিবেচনায় রয়েছে বলে জানান।

ট্রাম্পের অবস্থান ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া
প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমদিকে ব্রিটেনের এ সিদ্ধান্তে আপত্তি না থাকলেও পরে ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া একই ধরনের ইচ্ছা প্রকাশ করলে তিনি ইউরোপীয় মিত্রদের এমন পদক্ষেপের বিরোধিতা করবেন বলে জানান।

তবে ব্রিটেনের লেবার পার্টিনেতা ও বর্তমান প্রধানমন্ত্রী স্টারমার সবসময়ই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ছিলেন। সম্প্রতি তিনি বলেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবে।

ইসরায়েলের প্রতিক্রিয়া
ব্রিটেনের সম্ভাব্য এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইসরায়েল বলেছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে হবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের চালানো হামলার ‘পুরস্কারস্বরূপ স্বীকৃতি’।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন