সর্বশেষ

রাজনীতি

শুক্রবার জামায়াতের ৫ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী জাতীয় নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কর্মসূচির দ্বিতীয় দিনে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর), দেশের সাতটি বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। এসব কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কে কোথায় নেতৃত্ব দেবেন:
বরিশাল মহানগর: নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান
রংপুর মহানগর: সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
চট্টগ্রাম মহানগর: সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান
সিলেট মহানগর: সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ
রাজশাহী মহানগর: সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
ময়মনসিংহ মহানগর: সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
খুলনা মহানগর: কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ
দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচিগুলোতে স্থানীয় জনসাধারণকে ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।


জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি:
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন
২. সংসদের উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু
৩.লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন
৪. সরকারের দমন-পীড়ন, দুর্নীতি ও গণহত্যার বিচার নিশ্চিত করা
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের নিষিদ্ধ ঘোষণা

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন