সারাদেশ
পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে পরদিন শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জ ও আশপাশের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার ৮ ঘণ্টা গ্যাসহীন থাকবে যেসব এলাকা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে পরদিন শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জ ও আশপাশের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেমরা-সিদ্ধিরগঞ্জ-গোদনাইল ভাল্ভ স্টেশনমুখী ১০, ১২ ও ১৪ ইঞ্চি ব্যাসের মুখ্য বিতরণ পাইপলাইনের অংশবিশেষ বিচ্ছিন্ন করে জরুরি মেরামতের কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ের জন্য সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো:
নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা, ফতুল্লা, পঞ্চবটি, মোক্তারপুর এবং মুন্সিগঞ্জ।
এছাড়া আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে সতর্ক করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
১১১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর