ধর্ম অবমাননার অভিযোগে উত্তপ্ত হোমনা, আগুনে পুড়ল বাড়ি ও মাজার

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার হোমনা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক ব্যক্তির বাড়ি ও সংলগ্ন মাজারে আগুন দিয়েছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আছাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবকের নাম মহসিন (৩৫)। তিনি আছাদনগর গ্রামের ফকির বাড়ির বাসিন্দা এবং আলেকশাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘বেমজা মহসিন’ নামে একটি ফেসবুক আইডি থেকে বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর একটি পোস্ট দেওয়া হয়। এতে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বিচার দাবিতে বিক্ষোভ শুরু করে।
পুলিশ জানায়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মহসিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
ঘটনার পরদিন, বৃহস্পতিবার সকালে স্থানীয় একদল উত্তেজিত জনতা অভিযুক্ত মহসিনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। একইসঙ্গে পাশে অবস্থিত একটি মাজারেও অগ্নিসংযোগ করা হয়। আগুনে একটি মোটরসাইকেলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুরে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা এবং হোমনা-মেঘনা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত মহসিনের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী যুবসেনার হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম থানায় মামলা করেছেন। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।
কুমিল্লার পুলিশ সুপার বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পরও যারা আইন নিজের হাতে তুলে নিয়ে অগ্নিসংযোগ করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ ঘটনার পেছনে কোনো উসকানি ছিল কিনা, তাও তদন্ত করে দেখা হ
১৩২ বার পড়া হয়েছে