সর্বশেষ

আইন-আদালত

ইভ্যালির রাসেল ও তাঁর স্ত্রীকে প্রতারণার নতুন মামলায় ৩ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মো. রাসেল এবং তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন শামীমা নাসরিনকে প্রতারণার অভিযোগে নতুন একটি মামলায় তিন বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা দিয়েছে আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এই নতুন সাজাসহ, রাসেল দম্পতির বিরুদ্ধে প্রতারণার পাঁচটি পৃথক মামলায় মোট ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে গত ১৪ এপ্রিল একটি মামলায় তাদের তিন বছরের কারাদণ্ড দেয় আদালত।

নতুন মামলায় অভিযোগ রয়েছে, ২০২৩ সালের ৭ ডিসেম্বর আবুল কালাম আজাদ নামের এক গ্রাহক রাসেল দম্পতির বিরুদ্ধে ২৩ লাখ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে মামলা করেন।

এর আগে চলতি বছরে ঢাকার সিএমএম আদালত তাদের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলায় বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরে তাদের গ্রেপ্তার করা হয় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে। পরে তারা জামিনে মুক্তি পান।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন