সর্বশেষ

প্রবাস

লিবিয়া থেকে আরও ১৭৬ বাংলাদেশি ফেরত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লিবিয়া থেকে আরও ১৭৬ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বোরাক এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) উত্তর আফ্রিকার দেশটির রাজধানী ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আইওএম-এর তত্ত্বাবধানে এসব বাংলাদেশিকে দেশে পাঠানো হয়।

ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দীর্ঘদিন ধরে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএম-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

প্রত্যাবাসনের দিন, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে দেশে ফেরা নাগরিকদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রক্রিয়া চলমান থাকবে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে আটক থাকা অন্যান্য বাংলাদেশিদেরও ধাপে ধাপে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন