সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় আরও ৮৩ মৃত্যু, নিহতের সংখ্যা ৬৫ হাজারের বেশি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর অভিযান অব্যাহত রয়েছে। একদিনে অন্তত ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ৬১ জনই প্রাণ হারিয়েছেন গাজা সিটিতে চলমান ভয়াবহ সামরিক অভিযানে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, উত্তর গাজায় তীব্র চাপ প্রয়োগ করে স্থানীয় বাসিন্দাদের দক্ষিণের ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরগুলোতে ঠেলে দিচ্ছে ইসরায়েলি সেনারা।

আল জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানিয়েছেন, গাজার উত্তরের লাখো বাসিন্দাকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। এতে মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

এদিকে, হামাসের এক শীর্ষ নেতা যিনি বর্তমানে কাতারে অবস্থান করছেন, জানিয়েছেন যে, হামাসের কেন্দ্রীয় নেতৃত্ব একাধিক ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

ইসরায়েলের চরম ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ সম্প্রতি গাজা উপত্যকাকে ‘রিয়েল এস্টেটের সোনার খনি’ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে গাজা ভাগাভাগির বিষয়ে আলোচনা শুরু হয়েছে।

গত বছরের অক্টোবর থেকে চলমান গাজা সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫,০৬২ জনে। আহত হয়েছেন আরও ১,৬৫,৬৯৭ জন। ধারণা করা হচ্ছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং নিন্দার মুখেও ইসরায়েলের সামরিক আগ্রাসন থামছে না। মানবাধিকার সংস্থাগুলো গাজায় এই অভিযানকে 'গণহত্যা' হিসেবে আখ্যা দিয়েছে।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন