সর্বশেষ

জাতীয়

সড়কে গত ৮ মাসে প্রাণ গেছে ৩ হাজার ৭৪১ জনের 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৬:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশের সড়কে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৭৪১ জন।

এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১ হাজার ২০২ জন, যা মোট প্রাণহানির ৩২ শতাংশেরও বেশি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রকাশিত মাসিক দুর্ঘটনা প্রতিবেদনের বিশ্লেষণে উঠে এসেছে এই চিত্র।

বিআরটিএ’র তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম আট মাসে সারাদেশে মোট সড়ক দুর্ঘটনার সংখ্যা ৩ হাজার ৯৪৩টি। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ হাজার ৫৯৮ জন। উল্লেখ্য, গত বছর একইভাবে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ৫ হাজার ৩৮০ জন।

বিশেষজ্ঞদের মতে, দেশে মোটরসাইকেলের ব্যবহার উল্লেখযোগ্য হারে বাড়ায় দুর্ঘটনা ও প্রাণহানিও বেড়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সামছুল হক বলেন, “দেশের সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য বর্তমানে বড় হুমকি হয়ে উঠেছে মোটরসাইকেল। বিশ্বের অনেক দেশেই এর ব্যবহার সীমিত করা হয়েছে। বাংলাদেশকেও সেই পথেই অগ্রসর হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “নিয়ন্ত্রণহীন গতিতে মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন না মানা এবং লাইসেন্সহীন চালকদের কারণে দুর্ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে তা আরও ভয়াবহ রূপ নিতে পারে।”

বিশেষজ্ঞরা মোটরসাইকেলের নিবন্ধন, চালকদের প্রশিক্ষণ ও আইন প্রয়োগের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন