সর্বশেষ

জাতীয়

ঢাকায় ফ্রান্সের অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশি ভিসাপ্রার্থীদের উন্নত ও দক্ষ সেবা প্রদানের লক্ষ্যে রাজধানী ঢাকায় চালু হয়েছে ফ্রান্সের একটি অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র।

গুলশান অ্যাভিনিউয়ের র‌্যাংগস জেড স্কয়ারে অবস্থিত এই কেন্দ্রটি উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।

গত মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এরপর আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে আবেদনকারীরা ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা আবেদন জমা দিতে পারছেন।

রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, "বাংলাদেশিদের জন্য ভ্রমণ আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে এই নতুন আবেদন কেন্দ্র চালু করা হয়েছে। এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সহজ হবে, দৈনিক বেশি সংখ্যক আবেদন গ্রহণ সম্ভব হবে এবং আবেদন প্রক্রিয়া আরও উন্নত অভিজ্ঞতা দেবে।"

তিনি আরও জানান, অর্থ প্রদানের পদ্ধতি আরও আধুনিক করা হয়েছে এবং বিশেষায়িত এ কেন্দ্রটি আবেদনকারীদের সময় ও সেবার মান—দু’দিক থেকেই উপকারে আসবে।

ভিএফএস গ্লোবাল ২০০৪ সাল থেকে ফরাসি সরকারের সঙ্গে ভিসা প্রক্রিয়া সংক্রান্ত কাজ করে আসছে। বর্তমানে তারা ২৯টি দেশে ৭০টি ফরাসি ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করছে।

ভিএফএস গ্লোবাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শুধুমাত্র আবেদনপত্র গ্রহণ, প্রয়োজনীয় নথি যাচাই এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহের মতো প্রশাসনিক কাজ পরিচালনা করবে। ভিসা অনুমোদন বা বাতিল করার ক্ষমতা সম্পূর্ণভাবে ফ্রান্স দূতাবাসের আওতাভুক্ত থাকবে, যা শেনজেন ভিসা ব্যবস্থার অন্তর্ভুক্ত।

নতুন এই ভিসা আবেদন কেন্দ্রটি সপ্তাহে চার দিন—রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮:৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

আগ্রহীরা ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন https://visa.vfsglobal.com/bgd/en/fra এই ঠিকানায়।

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন