জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ৭ দলের বিক্ষোভ আজ

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও এর ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ কয়েক দফা দাবিতে রাজধানী ঢাকায় আজ একযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল।
বিক্ষোভ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম মসজিদ, জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। বিক্ষোভ ও সমাবেশের কারণে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
তিন দিনের কর্মসূচি ঘোষণা
জুলাই সনদ বাস্তবায়নসহ অভিন্ন দাবিতে এসব দল তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ রাজধানীতে বিক্ষোভের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। আগামীকাল শুক্রবার দেশের বিভাগীয় শহরগুলোতে এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
বিক্ষোভে অংশ নেওয়া দলগুলো হলো:
বাংলাদেশ জামায়াতে ইসলামী
ইসলামী আন্দোলন বাংলাদেশ
বাংলাদেশ খেলাফত মজলিস
খেলাফত মজলিস
নেজামে ইসলাম পার্টি
বাংলাদেশ খেলাফত আন্দোলন
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)
দাবিগুলোর মূল বিবরণ
সাতটি দলের কেউ ৫ দফা, কেউ ৬ দফা কিংবা ৭ দফা দাবি উপস্থাপন করলেও তাদের মূল দাবিগুলো প্রায় অভিন্ন। এগুলো হলো:
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন
জাতীয় সংসদের দুই কক্ষে (বা উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক (PR) পদ্ধতি চালু
নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
বিগত সরকারের সময়ের ‘জুলুম, গণহত্যা ও দুর্নীতির’ বিচার
জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা
ভিন্ন ভিন্ন সময় ও স্থান নির্ধারণ
আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো ভিন্ন ভিন্ন সময়ে ও ভিন্ন ভিন্ন স্থানে কর্মসূচি পালন করবে। এরমধ্যে রয়েছে:
১. জামায়াতে ইসলামী:
বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকের সামনে সমাবেশ করে মিছিল শুরু করবে। পুরানা পল্টন, প্রেসক্লাব হয়ে শাহবাগ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে।
২. ইসলামী আন্দোলন বাংলাদেশ:
জোহরের নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর প্রাঙ্গণে সমাবেশ ও মিছিল।
৩. বাংলাদেশ খেলাফত মজলিস (মামুনুল হক নেতৃত্বাধীন):
আসরের নামাজের পর বায়তুল মোকাররম উত্তর ফটকের সামনে মিছিল।
৪. খেলাফত মজলিস:
বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ।
৫. বাংলাদেশ খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টি:
বিকেল ৪টায় প্রেসক্লাবের সামনেই পৃথক কর্মসূচি পালন করবে।
৬. জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা):
বিকেল সাড়ে ৪টায় বিজয়নগরের পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল।
রাজধানীর একাধিক এলাকায় একযোগে কর্মসূচি পালনের ফলে যানজট ও জনভোগান্তির আশঙ্কা রয়েছে। তবে দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, একই দিনে বিসিএস পরীক্ষা থাকায় কর্মসূচি সকাল নয়, বরং বিকেলে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে পরীক্ষার্থীরা অসুবিধায় না পড়েন।
১০৯ বার পড়া হয়েছে