সর্বশেষ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৩ পুলিশ, হামলাকারীও নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক বন্দুকধারীর হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও দুজন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। পালটা অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় হামলাকারীও।

ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বুধবার দুপুর ২টার দিকে, ইয়র্ক কাউন্টির স্প্রিং গ্রোভ এলাকায়। এলাকাটি ফিলাডেলফিয়া শহর থেকে প্রায় ১০০ মাইল পশ্চিমে অবস্থিত। একটি স্কুলের সন্নিকটে পুলিশ সদস্যদের লক্ষ্য করে আকস্মিকভাবে এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারী।

পুলিশের তাৎক্ষণিক পালটা অভিযানে হামলাকারীকে নিস্ক্রিয় করা হয়। হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়।

সিএনএনের এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জানানো হয়েছে, এ ঘটনায় একজন ব্যক্তি জড়িত বলে মনে করা হচ্ছে। তবে এখনো হামলার কারণ বা হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

পেনসিলভানিয়ার গভর্নর জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক হলেও স্থানীয় জনগণের জন্য এখন আর কোনো সরাসরি নিরাপত্তা হুমকি নেই। আড়াই হাজার জনসংখ্যার ছোট এই শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি।

পুলিশ এবং গোয়েন্দা বিভাগ যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন