সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানে আবারও গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ২:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ফের একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বাবাক শাহবাজি নামে ওই ব্যক্তিকে বুধবার (১৭ সেপ্টেম্বর) মৃত্যুদণ্ড দেওয়া হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বাবাক শাহবাজি পেশায় ছিলেন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপনকারী। এই পেশার সুবাদে তিনি বিভিন্ন সামরিক ও সরকারি স্থাপনায় প্রবেশাধিকার পান এবং সেখান থেকে গোপন তথ্য সংগ্রহ করতেন। অভিযোগ রয়েছে, তিনি এই তথ্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাচার করতেন।

শাহবাজি ২০২২ সালের শুরু থেকে আরেক অভিযুক্ত ইসমাইল ফেকরির সঙ্গে কাজ করছিলেন, যিনি চলতি বছরের জুনে একই অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।

ইরানের সুপ্রিম কোর্টে বাবাক শাহবাজির সাজা বাতিলের আবেদন করা হলেও তা খারিজ হয়ে যায়। এরপরই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বিশ্লেষকদের মতে, এই সাজা শুধু একজন অভিযুক্তের শাস্তি নয়, বরং এটি ইরানের পক্ষ থেকে সম্ভাব্য গুপ্তচরদের জন্য একটি কড়া বার্তা।

উল্লেখ্য, ইরান সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে শাস্তি কার্যকরে কঠোর অবস্থান নিয়েছে। শুধু ২০২৫ সালেই এখন পর্যন্ত দেশটিতে ৩৫০টির বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যার বড় অংশজুড়েই ছিল মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন