সর্বশেষ

শিক্ষা

চাকসু নির্বাচনে মনোনয়ন জমার সময় একদিন বাড়ল

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মনোনয়নপত্র বিতরণের সময় বাড়িয়ে বুধবার বিকেল ৫টা পর্যন্ত এবং জমাদানের সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছে।

সময় বাড়ানোর পেছনে কারণ
বুধবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নির্বাচন কমিশনের কাছে সময় বাড়ানোর আবেদন করে। সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন,

"সম্প্রতি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। কেউ কেউ এখনো পরীক্ষায় অংশ নিচ্ছেন। এসব কারণে অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন নিতে পারেননি। তাই আমরা দুদিন সময় বৃদ্ধির আবেদন জানিয়েছিলাম।"
এর আগে মঙ্গলবারও চারটি আবেদন জমা পড়ে নির্বাচন কমিশনে, যাতে মনোনয়ন সময়সীমা বাড়ানোর অনুরোধ করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন বলেন,

“শিক্ষার্থীদের শারীরিক অবস্থা, চলমান পরীক্ষা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান।”
মনোনয়ন সংগ্রহের পরিসংখ্যান
চাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য এ পর্যন্ত মোট ১,০৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে:

কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে মনোনয়ন নিয়েছেন ৪৮৮ জন
হল সংসদের জন্য নিয়েছেন ৬০০ জন

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন